সুনামগঞ্জের তাহিরপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউপির মানিকখিলা গ্রামে বৌলাই নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মিরাজ আলীর ছেলে হারিদুল ও হারিদুলের ছেলে তারা মিয়া।
দক্ষিণ শ্রীপুর ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য শাহাব উদ্দিন জানান, সকালে একটি ছোট নৌকায় বাবা-ছেলে মিলে বৌলাই নদীতে মাছ ধরতে যান। পৌনে ৯টার দিকে বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায় বলেন, মানিকখিলা গ্রামে বজ্রপাতে বাবা-ছেলে মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।
আজকের বাজার/এমএইচ