নিউক্যাসলকে ইউনাইটেডকে বিধ্বস্ত করে প্রিমিয়র লিগের পয়েন্ট টেবিলে তিন নাম্বারে উঠে গেল লেস্টার সিটির৷ সপ্তম রাউন্ডের ম্যাচে নিউক্যাশলকে ৫-০ গোলে উড়িয়ে দেয় লেস্টার৷ ফলে ছ’নম্বর থেকে এক লাফে তৃতীয় স্থানে উঠে আসে তারা৷
ম্যাচের প্রথমার্ধে নিউক্যাসল তুলনায় প্রতিরোধ গড়লেও ইসাক ডেহেন লাল কার্ড দেখার পর দ্বিতীয়ার্ধে ক্রমশ লড়াই থেকে ছিটকে যায় তারা৷ বিরতির আগে ম্যাচের এক মাত্র গোল করেন রিকার্ডো পেরেরা৷ দ্বিতীয়ার্ধে লেস্টারের হয়ে জোড়া গোল করেন জেমি ভার্ডি৷ একটি গোল করেন উইলফ্রেড এনদিদি৷ অপর গোলটি পল ডামেটের আত্মঘাতী৷
ম্যাচের ১৬ মিনিটে বক্সের ডান প্রান্ত দিয়ে গড়ানো শটে লেস্টারের হয়ে প্রথম গোল করেন পেরেরা৷ ৪৩ মিনিটে ডেনিস প্রায়েতকে বিপজ্জনক ফাইু করে লাল কার্ড দেখেন ইসাক৷ ফলে নিউক্যাশলকে ১০ জনে খেলতে হয় ম্যাচের বাকি সময়টুকু৷
আজকের বাজার/লুৎফর রহমান