রংপুরের বদরগঞ্জে বজ্রপাতের পৃথক দুটি ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ জন।
বৃহস্পতিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বজ্রপাতের এ ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন আয়শা বেগম (৩৭) ও আলমগীর হোসেন (৪৫)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালের দিকে আকাশ কালো করে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় মাস্টারপাড়া এলাকার আব্দুল মজিদ মিয়ার স্ত্রী আয়শা বেগম বাড়ির আঙিনায় কাজ করছিল। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। এ সময় তার দু’টি গাভী ঘটনাস্থলেই মারা যায়।
আয়শা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ভেতরেই তার মৃত্যু হয়। এদিকে একই সময় উপজেলার রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সেরহাট এলাকায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন কৃষক আলমগীর হোসেন। এ সময় আহত হন ৮ জন কৃষি শ্রমিক। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আব্দুল হাই রুবেল জানান, হাসপাতালে আনার অনেক আগেই কৃষক আলমগীর হোসেনের মৃত্যু হয়। আর মুমূর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আয়শা বেগমের মৃত্যু হয়।
আজকের বাজার/একেএ