ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। পুরো দেশ ঢেকে যাচ্ছে কুয়াশার চাঁদরে। রাত ৮টার পরে রাজধানী ঢাকার পরিবেশও ঘন কুয়াশায় ঢাকা পড়ে যায়।
এর মধ্যে মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত প্রায় সাড়ে ১০টা পর্যন্ত খেলা হয়েছে। শেরে বাংলা ও তার আশপাশ তখন ছিল ঘন কুয়াশায় ঢাকা। এর ভেতরে দিনের ম্যাচ যেমন তেমন, রাতের খেলা নির্বিঘ্নে আয়োজন রীতিমত কঠিন।
তাই পরিস্থিতি বিচার বিবেচনায় এনে আয়োজক ও ব্যবস্থাপকরা বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের সময়সূচি বদলে ফেলেছেন। ঘন কুয়াশার কারণে দিনের দুটি ম্যাচের সময়ই এগিয়ে আনা হয়েছে।
এতদিন ধরে দুপুর দেড়টার শুরু হওয়া ম্যাচ এখন শুরু হবে বেলা সাড়ে ১২টায়। ঐ ম্যাচের টস হবে বেলা ১২টায়। আর সন্ধ্যা সাড়ে ৬টার খেলা শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। ঐ খেলার টস হবে বিকেল ৫টায়।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবারের (৪ ডিসেম্বর) ম্যাচের সূচিতেও বদল আনা হয়েছিল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থাকায় দুই ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছিল সেদিনের ম্যাচ দুইটি।