‘বদির বিরুদ্ধে অভিযোগ আছে, তথ্য-প্রমাণ নাই’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন ‘সংসদ সদস্য বদির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ আমাদের কাছে আছে। আমরা সেই অভিযোগগুলো সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছি। বদির বিরুদ্ধে অভিযোগ আছে, তথ্য-প্রমাণ নাই।’

মঙ্গলবার (২২ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গত কয়েকদিন ধরে মাদকবিরোধী অভিযানে দেশের বিভিন্ন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহতের একাধিক খবর গণমাধ্যমে এসেছে। তবে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ থাকার পরও কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে কোনও ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বদিসহ অন্য মাদক ব্যবসায়ীদের বিষয়ে আপনাদের কাছে কোনও তথ্য থাকলে আমাদের দিন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে কোনও ক্রসফায়ার হচ্ছে না, যা হচ্ছে বন্দুকযুদ্ধ।’ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে পুলিশ সামনের দিকে এগোচ্ছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ যাবত দুই হাজারের বেশি মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করে জেল দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, পুলিশ, র‍্যাব, সাংবাদিক যারাই মাদকের ব্যবসার সঙ্গে যুক্ত থাকবে তাদের ছাড় নয়।’

প্রসঙ্গত, সারাদেশে মাদকবিরোধী অভিযানে গত চারদিনে ২৯ ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও র‌্যাব সবগুলো ঘটনাকেই ‘বন্দুকযুদ্ধ’ হিসেবে দাবি করেছে।

আরজেড/