রাজধানীর দক্ষিণ বনশ্রীতে একটি আবাসিক ভবনের পঞ্চমতলায় অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার ২২ নভেম্বর সকাল ৭টা ২০মিনিটে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহমুদুল হক জানান, দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ১১ নম্বর সড়কে একটি বহুতল আবাসিক ভবনের পঞ্চম তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। ওই বাসাটি বিভিন্ন ইলেক্ট্রনিকস পণ্য ফিটিংসের কাজে ব্যবহার হতো।
তবে আগুন কীভাবে লেগেছে সে সম্পর্কে প্রাথমিকভাবে তিনি কিছু জানাতে পারেননি তিনি।
আজকের বাজার: আরআর/ ২২ নভেম্বর ২০১৭