রাজধানীর বনশ্রী এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহ্ত হয়েছেন বেশ কয়েকজন বাসযাত্রী। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার (২২ মে) দুপুর পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
খিলগাঁও থানা পুলিশ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল গণমাধ্যমকে বলেন, বাস খাদে পড়ার সংবাদ পেয়ে বনশ্রী স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনও বিস্তারিত জানা যায়নি।
রাসেল/