আমাজনের সাত দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শুক্রবার কলম্বিয়ায় সম্মেলন করেছেন। এ বৈঠকে তারা বিশ্বের বৃহত্তম এ বনাঞ্চল রক্ষায় পদক্ষেপ জোরদারের ব্যাপারে সম্মত হন। দাবানলসহ বিভিন্ন কারণে বনাঞ্চল ব্যাপক হারে উজাড় হতে থাকায় তারা এ বৈঠকে বসলেন। খবর এএফপি’র।
দাবানলে মাসের পর মাস ধরে বনভূমিটি পুড়তে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে এ ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনার প্রেক্ষাপটে সম্মেলনটি অনুষ্ঠিত হলো। ভয়াবহ এ দাবানলে ব্রাজিল ও বলভিয়া অংশে আমাজনের বিস্তৃত অংশ ইতোমধ্যে পুড়ে গেছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুক বলেন, এ অঞ্চলকে রক্ষায় এবং টেকসই ব্যবহারে এগিয়ে আসতে আঞ্চলিক সংলাপের আয়োজন করাই হচ্ছে এ সম্মেলনের লক্ষ্য। পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য এ বনভূমির নিধনরোধ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
এদিকে চিকিৎসকের নির্দেশনার কথা উল্লেখ করে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো লাটিসিয়ার সম্মেলনে যোগ দেননি।
তবে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেখানে বক্তব্য দেন। আমাজন রক্ষায় তিনি বিশ্বের অন্যান্য দেশের প্রতি আহ্বান জানান।
বোলসোনারো বলেন, ‘সার্বভৌমত্ব রক্ষায় আমরা অবশ্যই কঠোর অবস্থান নেব যাতে প্রত্যেকটি দেশ আমাজন অঞ্চলের জন্য উত্তম নীতি প্রনয়ন করতে পারে।
উল্লেখ্য, রোববার বোলসোনারোর অস্ত্রোপচারের কথা রয়েছে।