বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা খানম বাসস’কে এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
তিনি আরো বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়। দুপুর ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
রোজিনা খানম আরো জানান, ছয় তলা ভবনটির তৃতীয় তলায় বিভিন্ন ধরনের ক্রেস্ট তৈরি করা হয়। সেখানেই আগুনের সূত্রপাত। ভেতরে ক্যামিকেলের গোডাউন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আজম মিয়া জানান, ওই ভবনের তৃতীয় তলায় এমিকন নামে একটি প্রতিষ্ঠানের ক্রেস্ট তৈরির কারখানা রয়েছে। সেখান থেকেও আগুনের সূত্রপাত হতে পারে।