রাজধানীর বনানী টিঅ্যান্ডটি বস্তিতে আগুন লেগে কয়েক’শ ঘর পুড়ে গেছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বাসসকে এ কথা জানিয়ে বলেন, আজ শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে আগুন লাগে।এতে কয়েক’শ ঘর পুড়ে গেছে। আগুন লাগার ঘটনা জানার পরপরই ফায়ার সার্ভিসের ২২টি অগ্নিনির্বাপক ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে। সকাল সাতটায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন তারা।
তিনি বলেন, এ ঘটনায় কারও হতাহত হওয়ার ঘটনা ঘটেনি।আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ।