রাজধানীর বনানী প্লাটিনাম সুইটস রেস্টুরেন্ট ও পিৎজা ইন রেস্টুরেন্টকে মেয়াদ উত্তীর্ণ ও বাসী খাবার বিক্রির দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্টপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২ জুন) সকাল ১০টার দিকে খিলগাঁও এর তিলপা পাড়া সুপার মার্কেটে মাংসের দোকানে অভিযান চালানো হয়। প্রায় এক ঘণ্টা ব্যাপী এই অভিযানে বেশ কয়েকটি মাংসের দোকানে সিটি করপোরেশন নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেয়ার অভিযোগে প্রত্যেকটি দোকানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
একইদিন রাজধানীর পুরান ঢাকার ছোট কাটরা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সেমাই, নুডুলম ও চিপস জব্দ করে র্যাব ও বিএসটিআই-এর ভ্রাম্যমাণ আদালত। এছাড়া খিলগাঁও এলাকায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
আজকের বাজার/আরআইএস