বনানী কবরস্থানে সমাহিত হবেন তাজিন

আজ বাদ জোহর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে  বাবার কবরেই সমাহিত হবেন তাজিন আহমেদ।

মঙ্গলবার (২২ মে) বিকেলে রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

জানা গেছে, মঙ্গলবার (২২ মে) দুপুর ১২টার দিকে উত্তরার বাসায় হৃদরোগে আক্রান্ত হন তাজিন আহমেদ। এরপর তাকে উত্তরা ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক ঘণ্টা লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টের প্রক্রিয়া শুরু করার আগের তার কার্ডিয়াক এরেস্ট হয়। পরে সেখানে বিকেল ৪ টা ৩৫ মিনিটে মারা যান তাজিন।

তাজিনের ফুপু অভিনেত্রী দিলারা জামান বলেন, “কয়েক ঘণ্টা লাইফ সাপোর্টে রাখার পর বিকাল ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাজিন।”

তাজিন আহমেদ দীর্ঘদিন ধরে এজমার সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্টের জন্য প্রায়ই উত্তরার শিনজিন হাসপাতালে নেবুলাইজিং করাতেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর করে তাজিন আহমেদ ভোরের কাগজ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। আনন্দ ভুবন ম্যাগাজিনের কলামিস্টও ছিলেন তিনি। পরে মার্কেন্টাইল ব্যাংকে পাবলিক রিলেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তাজিন।

মা দিলারা জলির প্রোডাকশন হাউজ ছিল। মায়ের হাত ধরেই অভিনয়জগতে প্রবেশ করেন তাজিন। ‘নাট্যজন’ নাটকদলের হয়ে তিনি মঞ্চে কাজ করেছেন। ২০০০ সাল থেকে ‘আরণ্যক’ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। টিভি নাটকে অভিনয় করে দর্শকের কাছে প্রিয় হয়ে ওঠেন তাজিন আহমেদ। এছাড়া রেডিও এবং টেলিভিশনে উপস্থাপনাও করেছেন।

তাজিনের লেখা ও পরিচালনায় তৈরি হয় ‘যাতক’ ও ‘যোগফল’ নামে দুটি নাটক। তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘বৃদ্ধাশ্রম’, ‘অনুর একদিন’, ‘এক আকাশের তারা’, ‘হুম’, ‘সম্পর্ক’ ইত্যাদি।

আরজেড/