বনানী ক্লাব ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে। এই শনিবার (২৮ সেপ্টেম্বর) এই চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন - ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট একেএম সাহেদ হোসেন এবং বনানী ক্লাব এর মেম্বার এডমিনিস্ট্রেশন সৈয়দ আহসানুল আপন, মেম্বার সেফটি এন্ড সিকিউরিটি ফারুক আমজাদ খান ও ক্লাব সেক্রেটারি মোঃ ওসমান গনি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের হেড অব কর্পোরেট নিতা চক্রবর্ত্তী, হেড অব ব্র্যান্ড সি.এফ. জামান ও সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) আমিনুল ইসলাম সুমন।
চুক্তির আওতায় বনানী ক্লাব এর সকল কর্মকর্তা, সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।