রাজধানীর বনানী এলাকার একটি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলায় বিল্লাল হোসেন নামের আর এক আসামিকে জামিন দিয়েছেন আদালত। এ মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদসহ ৩ জন কারাগারে আছেন।
গতকাল বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক শফিউল আজম এই জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
জামিন পাওয়া বিল্লাল হোসেন শাফাত আহমেদের গাড়ি চালক । এর আগে গত জানুয়ারি মাসে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ব্যক্তিগত দেহরক্ষী আসামি রহমত আলী উচ্চ আদালত থেকে জামিন পান।
কারাগারে থাকা তিন আসিমর অন্য ২ জন হলেন, শাফাত আহমেদের বন্ধু নাঈম আশরাফ ও সাদমান সাকিফ। এই মামলায় এখন পর্যন্ত ১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আরেকজনের সাক্ষ্যগ্রহণ চলছে।
উল্লেখ্য, জম্মদিনের পার্টির কথা বলে গত ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়। ঘটনার ৪০ দিন পর এ ব্যাপারে বনানী থানায় মামলা করতে গেলে তা না নিয়ে বাদীকে পুলিশ হয়রানি করে। পরে গত ৬ মে শাফাত, নাঈমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা নেয়। পাঁচ আসামিকেই গ্রেপ্তার করে পুলিশ।
আজকের বাজার : আরজেড/