বাজারে বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাসেল থ্রি’র প্রয়োজনে টায়ার টু মূলধন শক্তিশালী করার উদ্দেশ্যে এই বন্ড ইস্যু করা হবে। আজ সোমবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
এআইবিএল ২য় মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড নামের এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড বিক্রি করা হবে।
সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমতি সাপেক্ষেই কেবল এই বন্ড ইস্যু করা হবে।
আরএম/