বাজারে বন্ড ছেড়ে ৮শ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। আজ ২৯ আগস্ট বুধবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ইউসিবি সূত্রে এই তথ্য জানা গেছে।
টিয়ার টু মূলধন বাড়ানোর লক্ষ্যে বন্ড ছেড়ে এই অর্থ উত্তোলন করা হবে বলে জানিয়েছে সূত্র। সূত্র অনুসারে, আলোচিত বন্ডের মেয়াদ হবে সাত বছর। বন্ডটি নন-কনভার্টিবল। অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। এটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তও হবে না। মেয়াদ শেষে বন্ডটির পূর্ণ অবসায়ন ঘটবে।
ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি সাপেক্ষে বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত কার্যকর হবে।