পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ডাচ-বাংলা ব্যাংক ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি ১ হাজার ২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বন্ডটির ইস্যুয়ার ডাচ-বাংলা ব্যাংক পিএলসি। বন্ডটি টিয়ার-২ মূলধন পূরণের জন্য বন্ড ইস্যু করবে। বন্ডটি সম্পূর্ণ রিডামবল, আনসিকিউরড,নন-কনভারেটবল, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করা হবে। ব্যাংকটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতি সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে। এছাড়া যেকোনো ফিচার পরিবর্তন করতে পারবে।