পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্রাক ব্যাংক লিমিটেড ৬০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নন-কনভার্টেবল, প্রাইভেট প্লেসড, রিডামবল, আনসিকিউরড, ফিক্সড কুপন বেয়ারিং বন্ড ইস্যু করবে ব্যাংকটি। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনেুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করা হবে।