৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র জানায়, বন্ডটির বৈশিষ্ট্য আনসিকিউরড নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড। কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ফেসভ্যালুতে ৪ বছর মেয়াদী বন্ড ইস্যু করবে।
আইডিএলসি ফাইন্যান্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর বন্ড ইস্যু করতে পারবে।