বন্ড ছাড়বে ডাচ-বাংলা ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ডাচবাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ দ্বিতীয় সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটি ৫০০ কোটি টাকার দ্বিতীয় সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর ছাড়া হবে। এই  বন্ডটির মেয়াদ হবে সাত বছর। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ছাড়া হবে। বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে অনিরাপদ, নন-কনভার্টেবল, সাবঅর্ডিনেটেড বন্ড। ব্যাংকটি ব্যাসল-৩ অনুযায়ী টায়ার-২ মূলধন বাড়ানো ও মূলধন ভিত্তি শক্তিশালী করার জন্য বন্ড ইস্যু করবে।

আজকের বাজার:এসএস/২৮ডিসেম্বর ২০১৭