পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেড বন্ড ছেড়ে মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে
২৯ সেপ্টেম্বর রোববার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ড ইস্যুর মাধ্যমে প্রতিষ্ঠানটি ৪০০ কোটি টাকা সংগ্রহ করবে।
কুপনযুক্ত নন-কনভার্টিবল পারপিচুয়াল বন্ড হবে এটি (Coupon bearing Non-Convertible Perpetual Bond)। এই বন্ডের সঙ্গে কুপন থাকবে যা নির্দিষ্ট মেয়াদের পর নগদায়ন করা যাবে। বন্ডটি শেয়ারে রূপান্তর করা যাবে না এবং এবং একটি বে-মেয়াদী বন্ড। বন্ডটি ব্যাংকের মূলধনভিত্তিকে শক্তিশালী করবে। এটি ব্যাসেল-৩ বাস্তবায়নের জন্য সহায়ক হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসরি অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
আজকের বাজার/মিথিলা