পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক লিমিটেড নতুন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। বন্ড ছেড়ে ৭০০ কোটি টাকা সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ নন কনভার্টেবল সাবর্ডিনেটেড বন্ড ইস্যু করে ৭০০ কেটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নেন। প্রতিষ্ঠানটি টিয়ার ২ ক্যাটাগরি অব বিএএসইএল ৩ এর মাধ্যমে শর্ত পূরন করবে। বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করা হবে।
আজকের বাজার/মিথিলা