ইরান মঙ্গলবার বলেছে, মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জার্মানিতে আটককৃত একজন ইরানী বন্দির বিনিময়ের দেশটি একজন জার্মানকে মুক্তি দিয়েছে। মঙ্গলবার ইরান একথা জানায়।
বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেন,‘আমরা ঘোষনা দিয়েছিলাম, এই জার্মান নাগরিককে আমরা মুক্তি দিতে প্রস্তুত এই শর্তে যে তারা যেন আমাদের নাগরিককে আমেরিকার কাছে হস্তান্তর না করে।’ তিনি টেলিভিশনের এক সংবাদ সম্মেলনে বলেন,‘রোববার ইরানি নাগরিক জার্মানি থেকে ইরানে প্রবেশ করে এবং সোমবার আমরা জার্মানির নাগরিককে মুক্তি দিয়েছি।’ তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান