নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কিববেই প্রদেশে গবাদি পশু লুটেরা একটি অপরাধী চক্র সাতটি গ্রামে হামলা চালিয়ে ৬৬ জনকে হত্যা করেছে।
কিববেই পুলিশের মুখপাত্র নাফিউ আবুবকর বলেন, কয়েক ডজন হামলাকারী মটর সাইকেলে এসে ডানকো জেলার পার্শ্ববর্তী সাতটি গ্রামে আক্রমণ চালায়।
আবুবকর বলেন, “হামলায় ৬৬ জনের নিহত হওয়ার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি।” হামলাকারীরা কোরো, কিমপি, গায়া, ডিমি, জুতু, রাফিন গোরা এবং ইগুয়েঙ্গে গ্রাম লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
তিনি বলেন, হামলায় ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে তদন্ত চলমান রয়েছে, আরো মৃত দেহের অনুসন্ধান চলছে।
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে।