বন্দুকধারীর হামলায় ফ্রান্সে নিহত ৩

রাত তখন আটটা হবে। বড়দিনের আগে কেনাকাটার ভিড়ে ঝলমল করছিল ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরের বড়দিন মার্কেট। আচমকা গুলির শব্দে কেঁপে উঠল চত্বর। পর পর অনেকগুলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই বাজারের

মাঝে বড় ক্রিসমাস ট্রি-র পাশে লুটিয়ে পড়লেন একের পর এক জন। কয়েক মুহূর্তের মধ্যেই বদলে গেল বাজারের চেহারাটা। আলো ঝলমলে ক্রিসমাস মার্কেট তখন রক্তাক্ত বধ্যভূমি। মঙ্গলবার রাতের এই ঘটনায়  তিন জন নিহত হয়েছেন।  জখম ১৩। তার মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক ভাবে এটি জঙ্গি হামলা বলেই মনে করছে পুলিশ। তবে আততায়ী পলাতক। বুধবার পর্যন্ত পুলিশ, সেনা, হেলিকপ্টার বাহিনী মিলিয়ে প্রায় ৩৫০ জন ওই হামলাকারীর খোঁজে নেমেছে।