বন্দুকবাজদের গুলিতে জঙ্গি কমান্ডারের মৃত্যু

বন্দুকবাজদের গুলিতে পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-এ-তালিবান কমান্ডার কারি সইফুল্লা মেহসুদের মৃত্যু হয়েছে, তেমনটাই জানিয়েছে তালিবান সংগঠন।

সংবাদসংস্থা সূত্রে খবর, সংগঠনের মুখপাত্র একটি অডিও মেসেজে জানিয়েছে, খোস্ত প্রভিন্সের গুলু ক্যাম্পে বাইরে কারি সইফুল্লা মেহসুদের মৃত্যু হয়েছে।

মুখপাত্র আরও দাবি করে বলেন, এই হামলা হাক্কানি নেটওয়ার্ক করেছ, কারণ কিছুদিন আগে এলাকায় তেহরিক-এ-তালিবানের হকিমুল্লা মেহসুদ গোষ্ঠীর তিন জঙ্গিকে খতম করা হয়েছিল।

আজকের বাজার/লুৎফর রহমান