বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত জলদস্যু ইব্রাহিম নিহত

ছবি : ইন্টারনেট

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন শীর্ষ জলদস্যু ইব্রাহিম মাঝি।  র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এ তথ্য জানিয়েছে।

নিহত ইব্রাহিম মাঝি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৪, ২০১৫ ও ২০১৭ সালের তালিকাভুক্ত শীর্ষ জলদস্যু।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার উড়িরচরে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে র‍্যাব-৭।

উড়িরচর ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক মো. ইউসুফ জানান, কুখ্যাত জলদস্যু ইব্রাহিম মাঝিকে গ্রেফতার করে চট্টগ্রামের রাব-৭।

আরএম/