কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির এসআই সেলিম জাহাঙ্গীর (৩৮) নিজের ইস্যু করা সরকারি বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার বিকাল ৩টার দিকে শহরের হাটিরপাড় এলাকায় তার ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। এসময় ওই বাড়িতে সেলিমের স্ত্রী, বাবা ও মা উপস্থিত ছিলেন। সেলিমের বাবা আবুল কালাম আজাদ দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা শহরের বাসিন্দা।
এ বিষয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, ‘সেলিম মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছে। তদন্তের মাধ্যমে এর কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীনুর রহমান সরদার জানান, ওই পুলিশ কর্মকর্তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথার ডানদিকে কানের ওপর গুলির চিহ্ন রয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান