কানাডার পশ্চিমাঞ্চলীয় পেনটিকটন শহরের তিন এলাকায় সোমবার চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব গুলির ঘটনাকে পরিকল্পিত হিসেবে অভিহিত করা হচ্ছে। ফেডারেল পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপারিনটেনডেন্ট টেড ডি জগের বলেন, ‘আমরা চার কিলোমিটারের মধ্যে তিনটি এলাকায় চারজন নিহত হওয়ার খবর পেয়েছি।’
ডি জগের জানান, সোমবার সকালে প্রথম দু’জনকে হত্যার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ৬০ বছর বয়সী এক ব্যক্তি আত্মসমর্পন করে এবং তাকে গ্রেফতার করা হয়।
পরে তদন্ত কর্মকর্তারা নগরীর উপকণ্ঠে তল্লাশি অভিযান চালালে আরো দু’জনের লাশ পাওয়া যায়।এ নগরীর জনসংখ্যা প্রায় ৩০ হাজার।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোমবার রাত পর্যন্ত এসব হত্যার কারণ জানা যায়নি। তবে নিহতরা সকলেই পরস্পরের পরিচিত ছিল বলে ধারণা করা হচ্ছে।