বন্ধন আরও সুদৃঢ় বাংলাদেশ-ভারত মৈত্রী

খুলনা-কলকাতার রুটে নতুন ট্রেন সার্ভিস উদ্বোধন করে দুই দেশের প্রধানমন্ত্রী বলেছেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। এই সম্পর্কে আরও এগিয়ে নেয়ার প্রত্যয়ের কথাও জানান দুই প্রধানমন্ত্রী।

৯ নভেম্বর বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই ট্রেন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ট্রেনের নাম রাখা হয়েছে বন্ধন এক্সপ্রেস।

এই ভিডিও কনফারেন্সে কলকাতা থেকে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও।

এই ট্রেনের পাশাপাশি ঢাকা-কলকাতা রুটে চলা মৈত্রী এক্সপ্রেসে ঢাকা ও কলতাতায় বহির্গমন ও কাস্টমস কার্যক্রম এবং ভারতীয় অর্থায়নে নির্মিত দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস রেল সেতুর উদ্বোধন করা হয়।

ভারতের সঙ্গে সীমান্ত সমস্যাসহ অমীসাংসিত বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলেই। স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ছিনমহল বিনিময় ছাড়াও সমুদ্র সীমা নির্ধারিত হয়েছে আওয়ামী লীগের আমলেই। তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্তে হত্যা, বাণিজ্যে অশুল্ক বাঁধাসহ বেশ কিছু সমস্যার সমাধানেও চেষ্টা চলছে দুই পক্ষেই।

এরই মধ্যে বাংলাদেশের জন্য সহজ হয়েছে ভারতীয় ভিসা। কিছু বাণিজ্য সুবিধাও নিশ্চিত করেছে ভারত।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে আমরা ভারত এবং অন্যান্য নিকট প্রতিবেশীর সঙ্গে সহযোগিতা করতে চাই। যেখানে আমরা সুপ্রতিবেশী হিসেবে পাশাপাশি বসবাস করতে পারি এবং জনগণের কল্যাণের জন্য গঠনমূলক কার্যক্রম চালিয়ে যেতে পারি।’

বন্ধন এক্সপ্রেসের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এ বন্ধন শুধু রেলের বন্ধন না। আমাদের এ বন্ধন যেন দুই দেশের জনগণের মাঝে বন্ধন সৃষ্টি করে সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের কাম্য।’

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক দ্বি-পাক্ষিক মাত্রা ছাড়িয়ে নতুন মাত্রা যুক্ত করেছে। আমি নিশ্চিত আমাদের দুই দেশের জনগণের কল্যাণের জন্য আগামীতে এ ধরনের আরও অনেক আনন্দঘন মুহূর্ত অপেক্ষা করছে। আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে আপনাদের সঙ্গে কাজ করার আগ্রহ নিয়ে সব সময় অপেক্ষায় থাকব।’

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ এবং ভারতের মাঝে ১৯৬৫ সালের পূর্ব পর্যন্ত যে সমস্ত লাইনগুলো চালু ছিল, সেগুলা আবার চালু হবে পর্যায়ক্রমে।

জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রেতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার ইচ্ছার কথা জানান। তিনি নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন।

বক্তব্যে শুরুর সময়ে দুই দেশের মানুষকে অভিনন্দন জানিয়ে বাংলায় নরেন্দ্র মোদী বলেন, ‘দুই দেশের মধ্যে মৈত্রী বন্ধন আর সুদৃঢ় হল।’

আজকের বাজার:এলকে/এলকে ৯ নভেম্বর ২০১৭