বৃহস্পতিবার ১৬ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে খুলনা-কলকাতা রুটের ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন। গত বৃহস্পতিবার পরীক্ষামূলক যাত্রা শুরু করলেও এক সপ্তাহ পর দুই দেশের মধ্যে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বন্ধন এক্সপ্রেস।
১৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর দেড়টায় খুলনা স্টেশন থেকে বাণিজ্যিকভাবে বন্ধন এক্সপ্রেসের যাত্রার উদ্বোধন করবেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। এর আগে গত ৯ নভেম্বর সকাল সোয়া ১১টায় দিল্লি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঢাকা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কলকাতা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুইচ টিপে বন্ধন এক্সপ্রেসের পরীক্ষামূলক যাত্রার শুভ সূচনা করেন। আজ থেকে এ রুটে শুরু হচ্ছে বাণিজ্যিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল।
রেলওয়ে সূত্রে জানা যায়, খুলনা-কলকাতা ১৭৫ কিলোমিটার এ রেলপথের বন্ধন এক্সপ্রেসে মোট ১০টি কোচ রয়েছে। এর মধ্যে ইঞ্জিন ও পাওয়ারকার ২টি, বাকি ৮টি কোচ যাত্রীদের। যেখানে ৪৫৬টি শীতাতপ নিয়ন্ত্রিত আসনের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে এসি সিট (কেবিন) ১৪৪টি এবং ৩১২টি এসি চেয়ার। যাত্রী ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি সিট ২ হাজার টাকা। আর এসি চেয়ার কোচের ভাড়া ধরা হয়েছে ১৫০০ টাকা।
খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার (গ্রেড-১) মানিক চন্দ্র সরকার বলেন, বৃহস্পতিবার থেকে বাণিজ্যিকভাবে খুলনা-কলকাতা রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা খুলনা স্টেশন থেকে বাণিজ্যিকভাবে বন্ধন এক্সপ্রেসের যাত্রার উদ্বোধন করবেন। সপ্তাহে একদিন বৃহস্পতিবার ট্রেনটি চলবে। কলকাতা থেকে সকাল ৭টা ১০ মিনিটে ট্রেন ছেড়ে এসে বেনাপোল ও যশোর হয়ে দুপুর ১২টায় খুলনায় পৌঁছাবে। পূর্বে দুপুর ১টা ২০ মিনিটে খুলনা থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সময় পরিবর্তন করে দেড়টা করা হয়েছে।
তিনি জানান, ৯ নভেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেনটি ছাড়ার আগ পর্যন্ত টিকিট বিক্রি চলবে। খুলনা থেকে কলকাতায় যেতে কাস্টমস-ইমিগ্রেশনসহ যাত্রীদের প্রায় সাড়ে ৫ ঘন্টা সময় লাগবে।
এদিকে খুলনা থেকে কলকাতায় সরাসরি ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বসিত এ অঞ্চলের মানুষ। ট্রেনের ফলে রোগীরা কলকাতায় তুলনামূলক অল্প খরচে আরামে যাতায়াতের পাশাপাশি দুই দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে।
প্রসঙ্গত, ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে খুলনা ও কলকাতার মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আজকের বাজার:এলকে/এলকে ১৬ নভেম্বর ২০১