আজ ০৬ আগস্ট। আগস্টের প্রথম রোববার। প্রতিবছর এ দিনটি বিশ্ব বন্ধু দিবস হিসেবে পালন করা হয়। বন্ধু খুব ছোট একটি শব্দ অথচ এর গভীরতা অনেক বেশি। বন্ধু এমন একজন মানুষ, যে মুখ দেখেই মনের কথা বুঝতে পারে। বন্ধু মানে দুষ্টামি, খোঁচা দিয়ে কথা বলা; তারপর মিষ্টি একটা মেসেজ দিয়ে অভিমান ভাঙানো। এক কথায় বলতে গেলে আত্মার কাছাকাছি যে বাস করে, সেই আত্মার বন্ধু বা স্বজন। বন্ধুত্বের জন্য চাই সুন্দর একটি মন, যে মন দিয়ে একজন আরেকজনকে বুঝতে পারবে। সুখে-দুঃখে ছায়ার মতো পাশে থাকবে।
বন্ধু শব্দের মাঝে মিশে আছে যেন নির্ভরতা আর বিশ্বাস। যে কথা বাবা-মা, ভাইবোন কিংবা স্বামী-স্ত্রীকে বলা যায় না, সে কথা অনায়াসে বন্ধুকে বলা যায়। অনেক সময় অনেক কষ্টের কথা বন্ধুর কাছে বলে হালকা হওয়া যায়। নেয়া যায় বন্ধুর থেকে ভালো পরামর্শ। একজন ভালো বন্ধু কেবল বন্ধুই নয়, ভালো অভিভাবকও বটে। বন্ধু আর বন্ধন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। একজন বন্ধুর জন্য আরেকজন জীবন পর্যন্ত বাজি রাখতে পারে।
এবছরও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে পালিত হবে বিশ্ব বন্ধু দিবস। বন্ধুত্বের জন্য যদিও আলাদা কোনো দিনের প্রয়োজন হয় না, তবুও এই একটি দিন কাছের কিংবা দূরের সব বন্ধুর সাথে আড্ডা দিতে পারেন। তাদের ফেসবুকে কিংবা মোবাইলে অথবা কার্ডে শুভেচ্ছা পাঠাতে পারেন। যদিও বর্তমানে শুভেচ্ছা আদান-প্রদানের ক্ষেত্রে নিত্যনতুন প্রযুক্তি উদ্ভাবিত হওয়ায় কার্ডের প্রচলন হারিয়ে যেতে বসেছে। তার পরও বন্ধু দিবসের কার্ড তুলে দেবেন বন্ধুর হাতে বন্ধু।
পাশাপাশি ফুল, চকোলেট, অন্যান্য উপহারসামগ্রী দেবেন কেউ কেউ। আসুন, একটু জেনে নেয়া যাক কবে কিভাবে এই বন্ধু দিবস চালু হলো।
বন্ধু দিবসে তাই আজকের বাজার ও এবিটিভি'র সকল বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
আজকের বাজার: আরআর/ ০৬ আগস্ট ২০১৭