গ্রাহকদের পুনরায় সিম সক্রিয় করতে আমন্ত্রণ জানিয়ে আকর্ষণীয় অফার ‘চলে এসো’ আনল বন্ধুদের ১ নম্বর নেটওয়ার্ক এয়ারটেল। কল রেট ও আকর্ষণীয় বান্ডেল অফারের সমন্বয়ে বাজারের সেরা অফার এটি।
অফারের আওতায় মাত্র ৫৪ টাকা রিচার্জে ৫ দিন মেয়াদী ৩ জিবি ডেটা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া থাকছে দেশের সেরা কল রেট-৪৮ পয়সা মিনিট।
এয়াটেলের নতুন গ্রাহক অথবা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা ব্যবহার করে অন্য অপারেটর থেকে এয়ারটেলে আসা গ্রাহকেরা ৫৪ টাকা রিচার্জে ডেটা অফারটি উপভোগ করতে পারবেন।
ক্যাম্পেইন চলাকালে যত বার খুশি অফারটি উপভোগ করা যাবে। এয়ারটেল ওয়েবসাইট (https://www.bd.airtel.com) বা মাই এয়ারটেল অ্যাপস’র মাধ্যমে অথবা *৯৯৯# কোডটি ডায়াল করে অফারটি গ্রহণ করতে পারবেন কিনা তা যাচাই করতে পারবেন গ্রাহকরা।