বিবিসি বাংলার জনপ্রিয় দু'টি রেডিও অনুষ্ঠান প্রভাতী এবং পরিক্রমা বন্ধ হয়ে যাচ্ছে। আগামী পহেলা এপ্রিলের পর শ্রোতারা অনুষ্ঠান দুটি আর শুনতে পারবেন না।
এই সিদ্ধান্ত সম্পর্কে বিবিসি নিউজ বাংলার সম্পাদক সাবির মুস্তাফা বলছেন, ''কয়েক বছর ধরে আমরা খেয়াল করছি, বাংলাদেশের রেডিও শ্রোতা ক্রমশ কমছে এবং বেশিরভাগ মানুষ খবর শোনা বা জানার জন্য টেলিভিশনের উপর নির্ভরশীল হয়ে উঠেছে। আজকের বাংলাদেশে ৮১ শতাংশ মানুষ টেলিভিশন দেখেন আর রেডিও শোনেন মাত্র ১৫ শতাংশ।''
তিনি আরো বলেন, অন্যদিকে তরুণরা তাদের খবর আর বিনোদনের চাহিদা মেটাতে ক্রমশ ডিজিটাল মাধ্যম এবং অনলাইনে যাচ্ছেন। এই প্রেক্ষাপটে আমরা সিদ্ধান্ত নিয়েছি রেডিও অনুষ্ঠান কমিয়ে টেলিভিশন এবং অনলাইনে আমাদের পরিবেশনা আরও বৃদ্ধি করবো।'
সাবির মুস্তাফা জানান, দুটি রেডিও অনুষ্ঠান বন্ধ হলেও বিবিসি নিউজ বাংলা এখন আরও বেশি বৈচিত্র্যময় গণমাধ্যমে পরিণত হতে যাচ্ছে।
৩১শে মার্চ বাংলাদেশে সময় ভোর সাড়ে ৬টায় প্রভাতী এবং রাত সাড়ে ১০টায় পরিক্রমার শেষ অনুষ্ঠান প্রচার করা হবে।
আরএম/