করোনভাইরাস পরিস্থিতিতে সরকারের ব্যয় কমানোর লক্ষ্যে চলতি বছর সব ধরনের সরকারি অফিসে নতুন যানবাহন ক্রয় বন্ধ থাকবে।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। ওই আদেশে বলা হয়, করোনা পরিস্থিতি মোকাবেলা ও সরকারের ব্যয় কৃচ্ছ সাধনের লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সকল প্রকার নতুন বা প্রতিস্থাপক হিসেবে যানবাহন ক্রয় বন্ধ থাকবে।
অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহফুজুল আলম খান স্বাক্ষরিত আদেশে জানানো হয়, অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হবে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান