জাপানে বন্যার পর রোববার আবারো রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। বন্যা ও ভূমিধসে তিন জন মারা গেছে।
দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে শনিবার নদীর পানি উপছে পড়ায় প্রায় দ’ুলাখ লোককে জরুরিভিত্তিতে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে।
কিউশু’র উত্তরাঞ্চলে বুধবার থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে। এখানে এক মিটারেরও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
নগরীর কর্মকর্তা হিরোনরি ফুজিকি নিষ্কাশন ড্রেনে পড়ে ৭০ বছর বয়সী দ’ুজন নারীর মৃত্যু নিশ্চিত করেছেন।
এর আগে নাগাসাকিতে ভূমিধসে ৫৯ বছর বয়সী এক নারী মারা গেছে।
উদ্ধারকারী দল তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে জাপান ও এর আশেপাশের এলাকায় প্রবল বৃষ্টিপাতের আশংকা জোরদার হয়েছে। কারণ উষ্ণ পরিবেশে জল ধারণের পরিমাণ বেড়ে যায়।
এদিকে জাপানের আবহাওয়া সংস্থার পরিচালক রায়তা করোয়া সতর্ক করে বলেছেন, রেকর্ড বৃষ্টিপাতের কারণে কিছু কিছু এলাকার মাটি আলগা হয়ে থাকতে পারে।
তাই এক টেলিভিশন ব্রিফিংয়ে তিনি বাসিন্দাদের ভূমিধসের বিষয়ে অব্যাহতভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।