ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণ অব্যাহত থাকায় নেত্রকোনায় কলমাকান্দা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে অধিকাংশ বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম।
আজ রোববার (১৪ জুলাই) দুপুরে বন্যাকবলিত জেলার কলমাকান্দা উপজেলার ১৫৭টি সরকারি বিদ্যালয়সহ বন্ধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট উপজেলার শিক্ষা কর্মকর্তা।
কলমাকান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, উপজেলার মোট ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে বন্যায় প্লাবিত হয়ে যাওয়ায় ১৪৭টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। পানি না কমা পর্যন্ত এসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে। এ ছাড়া ৯টি বিদ্যালয় বন্যাকবলিত মানুষের জন্য আশ্রয় কেন্দ্র হিসাবে খোলা রয়েছে এবং অন্য ২৫টি বিদ্যালয় স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
এছারা ও ১০টি মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা বন্ধ ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেন।
আজকের বাজার/লুৎফর রহমান