ভারতে গত কয়েক দিনে ৫১.৫ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় ম্যাঙ্গালুরুর ৩৭৫ কিলোমিটার এলাকা ভেসে গেছে। আবহওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, কিছুদিনের মধ্যে পার্শবর্তী শহর কেরালাতেও দেখা দেবে বন্যা।
ভারতের কর্ণাটকের শহর ম্যাঙ্গালুরুতে মহাসড়কগুলো ভেসে গেছে বন্যায়। কর্ণাটকে গত কয়েকদিনের ভারী বর্ষণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তবে শুধু মানুষই নয়, সেই সাথে বিপাকে পড়েছে অন্য প্রাণিরাও।
বন্যার তোড়ে মহাসড়কে ভেসে এলো ৬ ফুট লম্বা একটি হাঙর ও পাঁচ ফুট লম্বা একটি সাপকেও।
সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে আরব সাগরের তীরবর্তী শহরটির রাস্তায় ভেসে এসেছে একটি ৬ ফুটের হাঙর। এক ব্যাক্তি ভেসে আসরা হাঙরটিকে লোহার আংটা দিয়ে গেঁথে টানতে টানতে রাস্তার পাশে নিয়ে আসেন। শেষ পর্যন্ত হাঙরটি আর বাঁচেনি।
আরেকটি ভিডিওতে দেখা যায়, বৃষ্টি থেকে বাঁচতে রাস্তার পাশের দোকানের নীচে জড়ো হওয়া কয়েকজন ভীত-সন্ত্রস্ত মানুষ দেখছেন স্রোতের তোড়ে ভেসে চলেছে একটি ৫ ফুট লম্বা সাপ!
আজকের বাজার/আরআইএস