বন্যায় আফগানিস্তানে অন্তত ২০ জনের প্রাণহানি

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশে  শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় শিশুসহ অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে বলে রবিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক বিষয়ক সংস্থা (ওসিএইচএ) এক বিবৃতিতে জানিয়েছে, বন্যার কারণে প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বৈঠকের মাধ্যমে দ্রুত মূল্যায়ন দল নিযুক্ত করেছে। এখনও শিশুসহ ১০ জন নিখোঁজ রয়েছে।

আকস্মিক বন্যায় হেরাত প্রদেশে কয়েকশ বাড়িসহ দোকানপাট ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা।