ভারতের মহারাষ্ট্র রাজ্যে প্রবল বৃষ্টির কারণে বুধবার বাঁধ ভেঙ্গে ছয়জন নিহত ও অন্তত ১৮ জন নিখোঁজ রয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর মুখপাত্র অলক অশ্বত্থ বলেন, ড্রোন ব্যবহার করে আমরা ছয়টি মৃতদেহ উদ্ধার করেছি। ১৮ জন এখনও নিখোঁজ রয়েছে।
তিনি আরো বলেন, গত রাতে তিওয়ারি বাঁধ ভেঙ্গে যাওয়ার পর আমরা দুটি দল সেখানে মোতায়েন করেছি এবং তারা জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মুম্বাই থেকে ২৭৫ কিলোমিটার দূরের রতœগিরিতে এই বাঁধ ভেঙ্গে যাওয়ার পর জাতীয় দুর্যোগ সাড়া বাহিনী (এনডিআরএফ)-এর সদস্য ছাড়াও সেখানে পুলিশ ও সরকারি কর্মকতারাও জীবিতদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন।
এদিকে মঙ্গলবারও বৃষ্টির কারণে মুম্বাইয়ের বস্তিতে দেয়াল ধসে অন্তত ২২ জন নিহত হয়েছে। এছাড়া এর আগে পুনেতেও দেয়াল ধসে ছয় শ্রমিক নিহত হয়েছে।
মুম্বাইয়ে বুধবারও বৃষ্টি অব্যাহত রয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনও মুম্বাইয়ের কোন কোন জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের বিষয়ে সতর্ক করেছে।