আজকের বাজার ডেস্ক: সুনামগঞ্জের বড় হাওরগুলোর মধ্যে অন্যতম জামালগঞ্জের পাগনার হাওর। ওই হাওরের বাঁধ ভেঙে তলিয়ে যেতে শুরু করেছে প্রায় ১০ হাজার হেক্টর জমি। এর আগে সুনামগঞ্জের প্রায় সবগুলো বড় হাওর বন্যার পানিতে তলিয়ে গেছে।
আজ (সোমবার,২৪এপ্রিল) ভোর ৫টা ২২ মিনিটে পানগার হাওরের উড়ারবন্দ বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকতে শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর মধ্য দিয়ে ওই অঞ্চলের বড় হাওরের সবকটিরই ধান ভেসে গেছে।
শনির হাওরের মতো বড় কয়েকটি হাওরের পরই আয়তনের দিক থেকে পাগনার হাওর ছিল বৃহৎ। এই হাওর ডুবে যাওয়ায় দিরাই উপজেলার রফিনগর, ভাটিপাড়া, জামালগঞ্জের ফেনারবাক, ভীমখালি এবং নেত্রকোণার কালিয়াজুড়ি উপজেলার একটি অংশের ফসল তলিয়ে যাচ্ছে।
জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ জানান, প্রায় ৫০টি গ্রামের কমপক্ষে ২০ হাজার কৃষকের জমি রয়েছে পাগনার হাওরে। আজ (সোমবার,২৪এপ্রিল) সকালে ২-৩ ঘণ্টার মধ্যে হাওরের ১০ হাজার হেক্টর ফসলি জমির বেশিরভাগই ডুবে গেছে।
হাওরপাড়ের কৃষকরা জানান, বাঁধ ভেঙে যাওয়ায় আজ সকাল থেকে পাকা ধান কাটা শুরু করে দিয়েছে কৃষকরা। প্রায় পাকা ধান নষ্ট হলে আমাদের সবার স্বপ্ন বিলীন হয়ে যাবে।
আজকের বাজার:এলকে/এলকে/২৪এপ্রিল,২০১৭