বন্যায় ১৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে: সিপিডি

চলতি ২০১৭ সালে দফায় দফায় বন্যা হানা দেয় দেশের বিভিন্ন এলাকায়। দফায় দফায় ওই বন্যায় প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

১৯ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিপিডি আয়োজিত ‘বন্যা-২০১৭; ক্ষয়ক্ষতি নিরুপন ও বন্যা পরবর্তী করণীয়’বিষয়ক সংলাপে এই তথ্য উপস্থান করে প্রতিষ্ঠানটি। সিডিপি জানিয়েছে, এই বন্যায় ফলসহানী, ঘরবাড়ি ও রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে এই ক্ষতি হয়েছে।

প্রতিষ্ঠানটির উপস্থাপিত তথ্যে দেখা গেছে, এবারের বন্যায় ৩২ জেলায় কমপক্ষে ১ কোটি ২৮ লাখ মানুষ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া এবারের বোরো মৌসুমে বন্যা কবলিত ওইসব এলাকায় প্রায় ৫ হাজার ৩০০ কোটি টাকার ১৫ লাখ ৩০ হাজার মেট্রিকটন ধান বিনষ্ট হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে আমাদের একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় চায় হাওরে কৃষকরা বিআর-২৮ জাতের ধান চাষ করুক। ফসল এক মাস আগে উঠবে, বন্যার ক্ষতি কম হবে।

আনিসুল ইসলাম বলেন, আমাদের বাঁধগুলোতে অনেক বেশি অত্যাচার করা হয়। ফসল তুলতে বাঁধ কাটা হয়। বাঁধে গরু, ছাগল রাখা হয়। ঘরবাড়ি তোলা হয়। ফলে বাঁধ রক্ষা করা কঠিন হয়ে পড়ে।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ এমপি, সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, শিক্ষক গবেষক আইনুন নিশাত প্রমুখ আলোচনায় অংশ নেন।

আজকের বাজার:এলকে/এলকে ১৯ অক্টোবর ২০১৭