গত পাঁচ দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় নেপালের নিহতের সংখ্যা বেড়ে ১১৫ তে দাঁড়িয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া আরও ৪০ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবারের বন্যায় নেপালে ক্ষতিগ্রস্তের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে গেছে।
বন্যার্তদের উদ্ধারের পাশাপাশি তাঁদের কাছে ত্রাণ সহযোগিতা পৌঁছে দিতে ২৭ হাজার সেনা সদস্যকে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামকৃষ্ণ সুবেদি। উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে নেপাল সেনাবাহিনীর ৭টি সহ মোট ১৩টি হেলিকপ্টার। এ ছাড়াও মোটরবোট ও রাবার বোটের মাধ্যমেও উদ্ধার কার্যক্রম চলছে।
পর্যটন এলাকাগুলোতে আটকে পড়েছেন অনেক বিদেশি পর্যটক। ইতিমধ্যে চিতওয়ান ন্যাশনাল পার্ক থেকে ৬০ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। বিরূপ আবহাওয়া এবং অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে দেশটির ২৭টি জেলা আক্রান্ত হয়েছে। কমপক্ষে ২ হাজার ৮০০ বাড়ি সম্পূর্ণ ভাবে ভেঙে গিয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এখনও প্রত্যন্ত অঞ্চলে কোন ধরণের ত্রাণ সহযোগিতা পৌঁছানো সম্ভব হয়নি বলে জানা গেছে।
তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
আজকের বাজার: এমএম/ ১৬ আগস্ট ২০১৭