ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত কমপক্ষে ৫৯ জনের মৃত্যু হয়েছে। সুলাওয়েসি দ্বীপে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট দুর্যোগে এসব লোক প্রাণ হারায়। এ দুর্যোগের কারণে বাধ্য হয়ে হাজার হাজার মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়। শুক্রবার সরকার একথা জানায়। খবর এএফপি’র।
সাউথ সুলাওয়েসি দুর্যোগ মোকাবেলা সংস্থার প্রধান সিয়ামসিবার এএফপি’কে বলেন, ‘আমি এমন খারাপ পরিস্থিতি আর কখনো দেখিনি।’
তিনি আরো জানান, এ ঘটনায় এখনো ২৫ জন নিখোঁজ রয়েছে।
প্রবল বর্ষণের কারণে বিভিন্ন নদীর পানি বেড়ে অনেক তীর ভেঙ্গে গেছে। এতে সুলাওয়েসি অঞ্চলের ১১টি জেলার বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। প্রাদেশিক রাজধানী মাকাসারের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিয়ামসিবার জানান, গোয়া জেলায় সবচেয়ে বেশী হতাহতের ঘটনা ঘটে। এ জেলায় মোট ৪৪ জন মারা যায়।