ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা এ কথা জানান।
কর্মকর্তারা বলেন, জরুরি উদ্ধার কর্মীরা আরও ক্ষতিগ্রস্থদের উদ্ধারের জন্য সন্ধান অব্যাহত রেখেছে।
ঝড়ের পরে অন্তত ১৪ জন নিখোঁজ রয়েছে উল্লেখ করে পানামবুকো প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে মারাত্মক আবহাওয়া বিপর্যয়ের ধারাবাহিক পরিস্থিতির এটি সর্বশেষ ঘটনা ।