বন্যা দুর্গতদের সহায়তায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সকল কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে। ২০ আগস্ট রোববার রাতে এনবিআর এর দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন) ড. মো. আবদুর রহিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
জারিকৃত আদেশে বলা হয়, সারাদেশে বন্যা দুর্গতদের সহযোগিতার লক্ষ্যে এনবিআরের আওতাধীন সকল কমিশনারেট, অধিদপ্তর, পরিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২২ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সকল কমিশনারেট, অধিদপ্তর, পরিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনেরর মূল বেতন কর্তন (নগদ) বিবরণী দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) বরাবর পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
সরকার বন্যা দুর্গতদের নানা ভাবে সহযোগিতা করছে। এমন দূযোর্গ মূহুর্তে জনগণের পাশে দাঁড়াতে এক দিনের বেতন দিয়ে সহযোগিতার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, “সারাদেশে বন্যায় সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। মানুষ হিসেবে আমাদের সকলের উচিত তাদের পাশে দাঁড়ানো।” তিনি আরও বলেন, “এনবিআর জাতির পিতার হাতে গড়া প্রতিষ্ঠান। জাতির পিতার নির্দেশনা ছিল যে সরকারি কর্মকর্তা-কর্মচারিরা জনগণের সেবক।”
আজকের বাজার: এমএম/ ২১ আগস্ট ২০১৭