বন্য হাতির আক্রমণে প্রাণ গেল আরও ৪ রোহিঙ্গার

আবারও বন্য হাতির আক্রমণে জীবন গেল জীবনের মায়ায় মায়ানমার থেকে পালিয়া আসা রোহিঙ্গাদের। অল্প কয়েক দিনের ব্যবধানে আজ শনিবার ফের হাতির আক্রমণে প্রাণ গেল বালুখালিতে আশ্রয় নেওয়া চার রোহিঙ্গার।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর সেখানে বন্য হাতির আক্রমণে শামসুল আলম নামের এক রোহিঙ্গা ও তার ২ বছর বয়সী ছেলে সৈয়দুল আমিন নিহত হয়।

উখিয়া থানার এসআই মো. কায় কিসলু জানান, ১৪ অক্টোবর শনিবার বেলা ১টার দিকে বালুখালি রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি ব্লকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩০-৩৫ বছর বয়সী এক নারী ও তিন শিশু রয়েছে বলে জানান তিনি।

কিসলু বলেন, সম্প্রতি আসা রোহিঙ্গাদের জন্য যেসব নতুন শিবির তৈরি করা হয়েছে তার মধ্যে ডি ব্লকের শেষ প্রান্তে বনের কাছে বন্য হাতি এই হামলা চালায়। লাশগুলো ওই শিবিরেই রয়েছে। দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আলী কবির বলেন, আমাদের এই এলাকায় নিয়মিতই বন্য হাতি আসা-যাওয়া করে। ঘটনাস্থলটি হাতি চলাচলের রাস্তার মধ্যেই পড়ে।

তিনি বলেন, ক্যাম্পের এই জায়গাটি হাতি চলাচলের পথ। ওদের চলাচলে বাঁধা পড়ায় তারা ক্ষিপ্ত হয়ে আক্রমণ করেছে।

আজকের বাজার:এলকে/এলকে ১৪ অক্টোবর ২০১৭