বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলের সিট নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্য দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে দু’গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
হতাহতরা হলেন- ফাতাউর রাফি, জাহিদ ওরফে জিদান মোর্শেদ, ফারহান শাহরিয়ার, হাফিজ ও উচ্ছ্বাস। তাদেরকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি বিকেলে ববির বঙ্গবন্ধু হলের ৫০১৪ ও ৫০১৬ নম্বর কক্ষের সিট পরিবর্তন নিয়ে ববির ৭ম ও ৮ম ব্যাচের মধ্যে এ ঘটনার সূত্রপাত ঘটে।
ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে ক্যাম্পাস ও হলে উত্তেজনা বিরাজ করছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ড. সুব্রত কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনার পর পর বঙ্গবন্ধু হলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আজকের বাজার/এমএইচ