জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন আগামীকাল।
জন্মদিন উদযাপন উপলক্ষে জেলার আমতলী উপজেলায় আজ ও আগামীকাল দুইদিনের কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা প্রশাসন এ উদ্যোগ ও কর্মসূচি প্রনয়ণ করছে।
উপজেলার ১৩টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবে মঙ্গলবার সকাল ৯টায় আইসিটি বিষয়ক প্রোগ্রাম, প্রেজেন্টেশন প্রস্তুত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টায় শহরের এমইউ বালিকা বিদ্যালয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহালম কবির নিশ্চিত করেছেন।
আমতলীর উপজেলা নির্বাহি কর্মকর্তা আশরাফুল আলম জানান, আগামীকাল বর্ণাঢ্য র্যালি, ঢাকা থেকে মূল অনুষ্ঠানের সম্প্রচার ও ‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়’-এই প্রতিপাদ্যে আলোচনাসভা ও অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী করা হবে। (বাসস)