জেলায় আজ সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা আবাসন প্রকল্প সংলগ্ন একটি বাড়িতে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক চলাকালে পৌর জামায়াতের সেক্রেটারিসহ তিনজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো: আফজালুর রহমান শাহীনের বাড়িতে ১০ থেকে ১২ জন লোক গোপন বৈঠক করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দুপুর ১২টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা, (ডিএসবি) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বরগুনা সদর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। বৈঠক চলাকালীন সময়ে অভিযানে জামায়াতের বরগুনা জেলা শাখার সেক্রেটারি জেনারেল মো: আফজালুর রহমান শাহীন, জামায়াত ইসলামীর বরগুনা পৌর শাখার সাধারণ স¤পাদক মো: জহিরুল হক ও বেতাগী উপজেলা জামায়াতের সভাপতি মো: রফিকুল ইসলামকে আটক করা হয়। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় বেশকিছু বই ও বৈঠকের কাগজপত্র ও চারটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
ওসি বলেন,আমরা ধারণা করছি নাশকতার পরিকল্পনায় জামায়াত নেতারা গোপন বৈঠকে মিলিত হয়েছিলো। বৈঠক থেকে জব্দ বই ও নথিপত্র যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান